Hello WOrld!

আজ থেকে প্রোগ্রামিং করতে গিয়ে আমি যেসকল সমস্যার সম্মুখীন হই এবং তা কিভাবে সল্ব করি তা নিয়ে লিখার চেষ্টা করবো। আশা রাখি আপনাকে আমার সাথে পাবো। হয়তবা, আমার মতো সমস্যায় আপনিও প্রতিনিয়ত পড়ছেন, সমস্যা থেকে কিভাবে উত্তরন পেতে পারেন তা নিয়ে লিখবো কিংবা আপনি কিভাবে সমস্যা সমাধান করেছেন তা নিয়ে মন্তব্য করবেন।

Advertisements

ওয়ার্ডপ্রেসের ডিফল্ট Hello World! পোষ্টকে সম্পাদনার মাধ্যমেই শুরু করলাম। যেহেতু আরেকজনের কোডকে ব্যাবহার বা ইম্প্রুভাইজের মাধ্যমেই নতুন সমস্যার সমাধান তৈরী হয় এবং প্রোগ্রামারদের হাতেখড়ি হয় Hello World! দিয়েই।

ধন্যবাদ, ভালো থাকবেন-ভালো রাখবেন!

শুভকামনায় আমি, মাহবুব আলম 🙂 ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।