qarib qarib singlle

সবার নিজের নিজের দৃষ্টিকোণ থেকে জীবন আকাশে রঙিন আভায় ভালবাসায় ছুটে চলা উড়ন্ত দুই প্রজাপতি হঠাৎ ছন্দপতন, সময় বশে থাকেনা সময় বয়ে যায়। দায়িত্ব কর্তব্যের খাতিরে আমরা শিখে যাই, একা বাঁচার মানে কিন্তু আদো কি ভুলতে পারি ফেলে আসা মুহূর্তগুলো। কোন সাইটের পাসওয়ার্ডে প্রিয়/প্রিয়ার নাম কিংবা এমন কোন বস্তু যা প্রিয়জনের স্মৃতি হয়েই ছুটে চলছে সাথে-সাথে সে হয়তো হতে পারে একটা শাড়ি বা জামা, চাবির রিং কিংবা একসাথে তোলা ছবি। কিন্তু সময় বশে যেহেতু থাকেনা আমাদেরকেও এগিয়ে চলতে হয় সামনে, বেঁচে থাকার তাগিদে কিংবা রিপুর তাড়নে বেচে নিতে হয় নতুন সঙ্গী। না আমি আমার ভালবাসা ভুলে যাই নি, আমি ভালবাসাকে বাঁচিয়ে রাখার জন্য নতুন আশ্রয় খুঁজছি। পুরাতন ডালে নতুন পাখি আসবে কিচির-মিচির করবে এটাই স্বাভাবিক। এই অপ্রিয় সত্যটাই শিখতে যত দেরি…

Advertisements

গল্পের মূল এবং প্রধান চরিত্র দুইজন সিঙ্গেলকে ঘিরে, একজন ত্রিশের কোঠায় হওয়া বিধবা আরেকজন একই কোঠার প্রেমের ফেরারি। দুজনেরই উদ্দেশ্য নতুন করে সুখ খোঁজা তাই ডেটিং সাইটের মাধ্যমে যোগাযোগ। মোটা শরীরের উপর নব্য পাকধরা পাকা চুল কিংবা অল্পতে হাঁপিয়ে যাওয়া মাসলবিহিন শরীর নির্দেশ করে প্রজাপতির বাজারে এরা নিতান্তই সস্তা। নিজেদের পুরাতন ভালবাসার খোঁজে বের হয় দুজনে একসাথে, নাহ! পুরনো ভালবাসার মানুষগুলো সবাই নিজের সংসার তথা নিজ-নিজ দুনিয়া নিয়ে ব্যাস্ত। কেউই ভুলে যায়নি আগের ভালবাসা হয়তোবা, শুধু সম্বোধন করার ভাষাটা বদলে গেছে। ভালবাসা তৈরি হতে যতসময় নেয় ফিকে হতে তাঁর চেয়েও বেশি সময় নেয়। কিন্তু তারপরও নিজস্ব গতিতে এগিয়ে চলা উচিত, থমকে দাঁড়ানোর সময় নেই- নির্মাতা এ বার্তাটাই দিতে চেয়েছেন বোধহয়। জানিনা কতটুকু ধরতে পারলাম…

[imdb]https://www.imdb.com/title/tt7399470/[/imdb]

বিধবা জয়ার চরিত্রে অভিনয় করেছেন মালায়লাম তথা সাউথের পার্বতী, নারী অভিনেত্রীদের মধ্যে এই একজনই সম্ভবত প্রতিটি সিনেমার জন্য নিজের কথা বলার ধরন বা শরীরের গঠন বদলে নেয়। এন্নু নিতেন মইদেন, বেঙ্গালুর ডেইজ, চার্লি, মারিয়ান এবং অন্যান্য চলচ্চিত্রগুলো যার উৎকৃষ্ট প্রমাণ। আর ভালবাসার ফেরারি যোগীর চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান। ইরফান সম্পর্কে বলার কিছু নেই সিনেমা যাই হোক অভিনয়ের সেরাটা দেওয়াই যার লক্ষ্য।

নাটকীয়তায়-ভরা ভাল গল্প এবং কোয়ালিটি অভিনয় দেখার জন্য অসাধারণ চয়েস হিসেবে রিকমেন্ড করবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।