windows license

অনেকেই জানেন আমি সম্প্রতি নতুন ল্যাপটপ নিয়েছি ASUS FX504 যাতে প্রিইন্সটল্ড জেনুইন উইন্ডোজ দেওয়া ছিল। সবকিছু ভালই চলছিল হঠাৎ করে  “Your Windows License Will Expire Soon.” পপআপ দেখানো শুরু করে। রায়ান্সে যোগাযোগ করলে তারা বলে অফিস এক্টিবেট করতে গিয়ে যত সমস্যা হয়েছে… কিন্তু রিএক্টিভেট করা সম্ভব কারন, এক্টিভেশন বায়োসে থাকে। কিন্তু একদিন সময় দিতে হবে।

Advertisements

কিন্তু আমার বা আপনার হাতে সময় কই আবার নতুন করে উইন্ডোজ দেওয়া মানে নতুন করে আবার সবগুলো আ্যপ ইন্সটল করা! তাই সহজে যেভাবে সমাধান করবেন।

আপনার মাইক্রোসফট একাউন্টে লগইন করা থাকলে ২ থেকে শুরু করুন।

১. প্রথমে আপনার মাইক্রোসফট একাউন্টে লগইন করে নিন এতে ভবিষ্যতে আর এক্টিভেশন ঝামেলায় পড়তে হবেনা আপনার উইন্ডোজ এক্টিভেশন একাউন্টের সাথে লিংক হয়ে যাবে। এবং পরবর্তীতে নতুন উইন্ডোজ ইন্সটল করার পর শুধু আপনার মাইক্রোসফট একাউন্ট লগইন করলেই উইন্ডোজ একটিভ হয়ে যাবে।

২. windows + r চেপে রান থেকে windows Powershell ওপেন করুন।

windows powershell
windows powershell

৩. এই লাইন কপি করে পাওয়ার শেলে গিয়ে পেস্ট করুন এবং এন্টার চাপুন।

wmic path SoftwareLicensingService get OA3xOriginalProductKey
powershell command
powershell command

৪. প্রোডাক্ট কি-টি কপি করে উইন্ডোজ সেটিংস(Windows Key+I ) থেকে আপডেট এবং সিকিউরিটির এক্টিভেশন ট্যাবের এন্টার প্রোডাক্ট কিতে( Update & Security > Activation > Change the product key) ক্লিক করে পেস্ট করি।

Enter a product key
Enter a product key

৫. হয়ে গেল আমাদের প্রোডাক্ট কি রিকভারি ও রিএক্টিভেশন এবং সাথে মাইক্রোসফট একাউন্টের সাথে লিংক।

Activation
Activation

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।